শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কক্সবাজার সদর হাসপাতালের জটিলতা: স্থানীয় এমপির অশ্বাসে হরতাল প্রত্যাহার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

গত ১৭ এপ্রিল কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইর্ন্টানী ডাক্তার কতৃক তালা লাগিয়ে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে ২৯ এপ্রিল আহুত হরতাল প্রত্যাহার করেছে ‘আমরা কক্সবাজাবাসী’। গতকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সাথে বৈঠক ও সমস্যা নিরসনে তার আশ্বাসের প্রেক্ষিতে হরতাল আহবানকারী সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ হরতালসহ তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে। সকাল ৯টায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সায়মুম সরওয়ার কমল এম পি ছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর হেলালা উদ্দিন কবির, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রোস্তম আলী। ‘আমরা কক্সবাজারবাসী’ সংগঠনের নেত্রীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কক্সবাজার জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দীন, কমরেড সমীর পাল প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন