ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ফেনসিডিলসহ ১ পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১২টায় পৌরশহরের ঢাকা মোড়ের সন্নিকটেই বারোকোনা মোড় নামক স্থান থেকে পাচার করার সময় ২৫ বোতল ফেনসিডিলসহ নজরুল ইসলাম (৩৮) নামে এক পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারী নজরুল ইসলাম উপজেলা মইচাঁন্দা গ্রামের আব্দুল জলিলের ছেলে। এ ঘটনা গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানার এস আই আকতার হোসেন বাদি হয়ে ধৃত নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ওসি মোকছেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোড়ের সন্নিকটে বারোকোনা মোড়ে নজরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী করে আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন