শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদ ইত্যাদিতে ফেরদৌস মম অপূর্ব ও মোনালিসা

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। ঈদ অনুষ্ঠানে ইত্যাদি থাকবে না, এটা দর্শক ভাবতেই পারে না। ইত্যাদি এখন ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। তাই প্রতি ঈদেই দর্শক বরাবরের মত অধীর আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির জন্য। নিত্য নুতন বিষয় উদ্ভাবনে হানিফ সংকেত-এর বিকল্প নেই-একথা সর্বজন স্বীকৃত। যে কারণে এত চ্যানেলের ভীড়েও দীর্ঘ প্রায় তিন দশক ধরেই দর্শকনন্দিত এই অনুষ্ঠানটি গুণে-মানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর ঈদ এলে যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। ইত্যাদির এই বিষয়গুলোই পর্বটিকে করে তোলে ব্যতিক্রমী। বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্ন মাত্রা। এবারের ঈদ ইত্যাদির নানা চমকের একটি হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় ৪ জন তারকাকে নিয়ে একটি বিশেষ মিউজিক্যাল পর্ব। পুরানো দিনের দু’টি জনপ্রিয় গানের সাথে সেসময়কার কথা আর তার বর্তমান রূপ কেমন- তাই তুলে ধরা হয়েছে নৃত্য-গীত-ছন্দ-সুরে, পুরো গানটি জুড়ে। নারী নির্যাতন, নারীর সম্ভ্রম রক্ষা, ভিনদেশি সিরিয়ালের ক্ষতিকর প্রভাব ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুরে সুরে। আর নাচে-গানে এই পর্বটিতে প্রাণবন্ত অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, অভিনেতা অপূর্ব, অভিনেত্রী মম ও আমেরিকা প্রবাসী মোনালিসা। তাদের সাথে নৃত্যে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক নৃত্যশিল্পী। তারকা সমৃদ্ধ চমৎকার এই পরিবেশনাটি উপস্থিত কয়েক হাজার দর্শক দারুণ উপভোগ করেন। বলা যায়, বাড়ির দর্শকদেরও পর্বটি আনন্দ দেবে। শত ব্যস্ততার মাঝেও এই তারকারা ইত্যাদির এই গানটির জন্য আন্তরিকতার সঙ্গে মহড়া করেছেন। শিল্পীরা বলেন, ব্যস্ততা থাকলেও তাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির জন্য সময় বের করতে চেষ্টা করেন। ইত্যাদি যেন শিল্পীদের একটি মিলন কেন্দ্র। তারা বলেন, এখানে এলে নতুন-পুরানো অনেকের সঙ্গেই দেখা হয়। আড্ডায় আড্ডায় কখন সময় গড়িয়ে যায় টেরই পাওয়া যায় না। হানিফ সংকেতও শিল্পীদের এই আন্তরিকতা ও সহযোগিতায় মুগ্ধ। তিনি বলেন, পরিকল্পণর কারণে অনেক আগে থেকে সিডিউল নেয়া না থাকলেও ইত্যাদির প্রয়োজনে যখন যাকে প্রয়োজন হয়, যোগাযোগ করলে-সবাই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন। সেজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন ঈদের বিশেষ ইত্যাদি প্রচার হবে। ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রচার হবে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন