পুলিশী বাধায় গতকাল বুধবার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ইফতার মাহফিল পন্ড করে দেওয়া হয়েছে। অন্য দিকে পুলিশ দাবী করছে পূর্ব অনুমতি না নেওয়ায় ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই। উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা সাংবাদিকদের জানান, ৪ দিন আগে ইফতার মাহফিলের চেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়; তারই ধারাবাহিতকা হিসাবে চৌদ্দগ্রাম বাজারে অবস্থিত ক্যাফে ভোজন বিলাস কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজ করি। দুপুর বেলায় জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ সেখানে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না বলে বাধা প্রদান করে। পরবর্তীতে আমরা চৌদ্দগ্রাম কেন্দ্রিয় ইদগাহ মাঠে কোন প্রকার মাইক ছাড়াই ইফতার মাহফিল আয়োজন করি। এর কিছুক্ষণ পর পুলিশ এসে সেখানেও বাধা প্রদান করে আমাদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ আবুল ফয়সাল জানান, পূর্ব অনুমতি ছাড়াই বিএনপি ইফতার মাহফিল করছিল তাই আমরা বাধা প্রদান করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন