শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পীরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

পীরগঞ্জ (ঠাকুরগাও) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে কলসলাই (ম্যাচ) এ গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩টি দোকান সহ ১ টি মোটর সাইকেল পুড়ে গেছে। ঝলসে গেছে জয়নাল আবেদিন নামে এক মেকার। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নসিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নসিবগঞ্জ বাজারে তালা-চাবি ও গ্যাস ম্যাচ মেকার জয়নাল আবেদিন কলসলাই (ম্যাচে) গ্যাস ভরাচ্ছিলেন। এ সময় হঠাৎ এলপি গ্যাস সিলিন্ডারটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। আগুন আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ২টি কাপড়ের দোকান সহ ৩টি দোকান ঘর পুড়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে ঐ আগুনে ঝলসে যাওয়া মেকার জয়নালকে আশংকা জনক অবস্থায় পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাহারুল ইসলাম জানান, আগুনে প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন