শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ-আফগান সিরিজ: টাইটেল স্পন্সর বাংলাদেশ বিমান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

আগামীকাল থেকে ভারতের দেরাদুনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজেরই টাইটেল স্পন্সর হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সিরিজ শুরুর একদিন আগে গতকালই এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ, ‘আগামী ৩, ৫ এবং ৭ জুন বাংলাদেশ ও আফগানিস্তানের ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে। তিন ম্যাচের এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিমান।’
এর আগে জাতীয় ক্রিকেট, ফুটবল কিংবা হকিতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসলেও অনেক দিন থেকেই নিজেদের গুটিয়ে রেখেছিল বিমান। ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সরও ছিলো রাষ্ট্রায়াত্ব সংস্থা বিমান বাংলাদেশ। বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত। দেশে জাতীয় ক্রিকেট তৈরিতে বিমান ভূমিকা রেখেছে সব সময়। দেশের দাবা, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন দলের পৃষ্ঠপোষকতায় বিমানের গৌরবময় ঐতিহ্য রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন