মাগুরা জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল গত শনিবার সন্ধ্যয় মাগুরা সার্কিট হাউজ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলঅ প্রশাসক মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বীরেন শিকদার এম পি। বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুচুল।এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ সভাপতি, আবু নাসের বাবলু, রানা আমীর ওসমান ছাড়াও ইফতার মাহফিলে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিবন্ধি, পুনর্ভাসিত ভিক্ষুকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেণ।ইফতার মাহফিলে দেশও জাতীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ রইস উদ্দিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন