শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আসিফের গান দিয়ে শুর হলো সেভেনটিউনস এন্টারটেইনমেন্টের যাত্রা

বিনোদন রিপোর্ট | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশে আরো একটি নতুন অডিও লেবেল-এর পথচলা শুরু হলো। লেবেলটির নাম সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট। গত ৪ জুন সন্ধ্যায় জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ‘কসম’ গান দিয়ে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীণ-প্রবীণ শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, সংগীত সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ছাড়াও মিডিয়ার অন্যান্য ক্ষেত্রের সম্মানিতরা উপস্থিত ছিলেন। দিনাত জাহান মুন্নির উপস্থাপনায় সেভেনটিউনস এন্টারটেইনমেন্ট এর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পারভীন সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন-নন্দিত কণ্ঠশিল্পী খুরশিদ আলম, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি ও গীতিকার জাহিদুল হক, আসিফ আকবর, ধ্রুব গুহ, কবির বকুল, উপস্থাপক আনজাম মাসুদ, শেখ জসিম, কাজী শুভ, বেলাল খান, শান, তানজীব সারোয়ার, ওমর ফারুক, প্লাবন কোরেশী, জাহিদ বাশার পংকজ, নাজির মাহমুদ, জেকে মজলিশ, মুশফিক লিটু, রাজন সাহা প্রমুখ। উল্লেখ্য,‘কসম’ গানটি লিখেছেন ওমর ফারুক। প্লাবন কোরেশীর সুরে সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
ছবিঃ সেভেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন