নান্টু ঘটক থেকে শুরু করে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে গান করেছেন জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ। সেসব গান এখনও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। এ ধারাবাহিকতায় এবার গাইলেন বাবার বড় ছেলেকে নিয়ে। গানের শিরোনাম ‘বাপের বড় পোলা’। সোমেশ্বর অলির কথায় গানের সুর করেছেন বেলাল খান। সঙ্গীত পরিচালনা করেছেন তুহিন আল আমিন ও মার্শেল। গানটির মিউজিক ভিডিওতে মমতাজ ছাড়াও মডেল হিসেবে থাকছেন এ সময়ের কয়েকজন অভিনয় তারকা। মমতাজ বলেন, ঈদে দর্শক-শ্রোতার জন্য একটি ভিন্ন ধাঁচের আয়োজন করতে চেয়েছি। সে ভাবনা থেকেই ‘বাপের বড় পোলা’ গানটি তৈরি করা। গানের কথায় মজার কিছু চরিত্র ও ঘটনা তুলে ধরা হয়েছে। যা দর্শক-শ্রোতাদের আনন্দ দেবে বলে আমার ধারণা। ঈদ উপলক্ষে শিগগিরই ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হাবে বলে জানান মমতাজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন