বান্দরবানের বিভিন্ন এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে; যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। জেলা শহরের স্বর্ণ মন্দির এলাকার বড়পুল ব্রিজ তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল থেকে উজানী পাড়া ও মিকছি ঝিরি এলাকায় পানি উঠতে শুরু করে। এর আগে সোমবার সকাল থেকে সাংগু ও মাতামুহুরীর পানি বেড়ে নিচু এলাকাগুলো প্লাবিত হতে থাকে।
সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের সাংগু তীর, অফিসার্স ক্লাব, ইসলামপুরসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে।
এছাড়া কোনো কোনো উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
রুমা উপজেলা সদরের সঙ্গে গালেংগ্যা ইউনিয়ন, থানছি উজেলা সদরের সঙ্গে রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, প্লাবিত এলাকার বাসিন্দাদের নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিতে মাইকিং করা হয়েছে। নদীর তীর ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত পরিবারগুলোকেও সরে যেতে বলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন