শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাহাড়ি ঢলে শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙ্গে অন্তত ২৫ গ্রাম প্লাবিত

ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৫৩ পিএম

টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলের পানির তোরে শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ঝিনাইগাতী উপজেলা শহরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে ঝিনাইগাতী উপজেলা পরিষদ অফিসসহ বাজারে হাঁটু পানি। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে চাল, সার কাঁচামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

থেমে থেমে বৃষ্টিপাতের কারণে উপজেলা শহরের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। উপজেলা শহরের বাসা বাড়ীতে পানি ঢুকে পড়ায় বাসা বাড়ীতে রান্না-বান্না করতে পারেনি। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

প্লাবিত হয়েছে ঝিনাইগাতী সদর, ধানশাইল, কাংশা ও মালিঝিকান্দা ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম। ভেসে গেছে পুকুরের মাছ। হাজার হাজার হেক্টর আমন ধানের ফসল পানি নীচের তলিয়ে গেছে। পানি দ্রুত নেমে না গেলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।

স্থানীয়দের দাবী মহারশি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা না হলে এ পাহাড়ি ঢল আর ক্ষয়ক্ষতি হতেই থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সঠিক ক্ষতির নিরূপণ করতে পারেনি। ঢলে শতশত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, বলেন দ্রুত মহারশী নদীতে শক্ত বাধ দেয়া প্রয়োজন। বিভিন্ন এলাকায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় মানুষের দুর্ভোগে দেখা দিয়েছে। তবে প্রশাসন এখন পর্যন্ত না দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবেননা বলে জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, কৃষিবিদ আশরাফুল ইসলাম বলেন, পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে যাবে। কাজেই এতে চিন্তিত হওয়ার কারণ নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন