বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্রাজিল সমর্থনে মুগ্ধ রাষ্ট্রদূত

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিশ্বকাপ ফুটবলে খেলছে না বাংলাদেশ। অথচ এ দেশে ব্রাজিলের সমর্থক রয়েছে প্রচুর। তাই বিশ^কাপ ফুটবল চলাকালীন বাংলাদেশে ব্রাজিল ফুটবল দলের সমর্থন সচক্ষে দেখার কর্মসূচির অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম আসেন ব্রাজিল রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরা জুনিয়র। সমর্থকদের গায়ে হলুদ জার্সি, দেয়ালে আঁকা, ঘরের ছাদে আর গাছে গাছে ব্রাজিলের বিশালাকৃতির পতাকা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। শাহ আমানত বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রামের ব্রাজিল রাষ্ট্রদূতের সফরের সমন্বয়ক, সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া পৃষ্ঠপোষক প্রফেসর সরওয়ার জাহান। এসময় তার সাথে ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আলী ইকরামুল হক রমি, সাদার্ন স্পোর্টস সেন্টারের ইন চার্জ সাইফুল্লাহ্ চৌধুরী, সাবেক কুতি ফুটবলার মিজানুর রহমান প্রমুখ। বিমান বন্দর থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী আগ্রাবাদ নওজোয়ান ক্লাবে। এরপর আগ্রাবাদ সরকারী কলোনি হাইস্কুল মাঠে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ শেষে ক্লাবের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি বাংলাদেশের ফুটবল উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন এবং আগামীতে ব্রাজিলের বিশ^কাপ জয়ী ফুটবলার বেবেতোকে বাংলাদেশে নিয়ে আসার প্রতিশ্রæতি দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন