শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পেনশন-বৈষম্য

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন-বৈষম্য সরকার কর্তৃক সৃষ্ট এক অদ্ভুত বৈষম্য। একই পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতীয় বেতন স্কেলে অবসর গ্রহণ করে বর্তমানে যে পেনশন পাচ্ছেন, তার একটা তুলনামূলক চিত্র দেওয়া হলো। ৩৩ থেকে ২৭ বছর আগে তৃতীয় জাতীয় বেতন স্কেলে সপ্তম গ্রেডের শেষ প্রান্তে এসে যে কর্মকর্তা অবসরে গেছেন, তিনি এখন পেনশন পান ৪০৫০ টাকা। তার সমপর্যায়ের ব্যক্তি আজ অবসরে গেলে পাবেন ২৮,৫৩৪.৫০ টাকা অর্থাৎ সাত গুণেরও বেশি। এভাবে চতুর্থ পে স্কেলে ২৭ থেকে ২১ বছর আগের তুলনায় ৩৯০ শতাংশ, পঞ্চম স্কেলে ২১ থেকে ১৩ বছর আগের তুলনায় ২৬০ শতাংশ, ষষ্ঠ স্কেলে ১৩ থেকে ৯ বছর আগের তুলনায় ২১৯ শতাংশ এবং সপ্তম স্কেলে ৯ থেকে তিন বছর আগের তুলনায় ১৯৪ শতাংশ বেশি। শুধু বর্তমান অষ্টম বেতন স্কেলে অবসরপ্রাপ্তদের সঙ্গেই নয়, বিভিন্ন সময় বিভিন্ন পে স্কেলে একই গ্রেডে অবসরপ্রাপ্তদের পরস্পরের মধ্যেও বৈষম্য প্রকট, যা ওপরের পরিসংখ্যান থেকে স্পষ্ট। সমতা ও ন্যায়নীতির দৃষ্টিতে যা হওয়ার কথা নয়। সর্বোপরি আজ থেকে ৩৩ বা ২৭ বছর আগে যিনি অবসরে গেছেন, তার বয়স এখন ৮৯ বা ৮৫ বছর (ওই সময় অবসরের বয়স ছিল যথাক্রমে ৫৬ এবং ৫৮)।
ওয়াহিদুল ইসলাম আখন্দ
অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন