মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

অভ্যন্তরীণ

বিদেশি টিভি চ্যানেল অ্যাডভেঞ্চার সিরিজের কুফল

নরসিংদীর ৩ শিশুর নিঝুমদ্বীপ যাত্রা : আমতলীতে উদ্ধার

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৯:১০ পিএম


স্টাফ রিপোর্টার, বরগুনা : বিদেশী টিভি চ্যানেলে অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে নিঝুম দ্বীপে যাওয়ার জন্য পালিয়ে বাড়ি ছাড়েছিল নরসিংদির ৩শিশু। গত বুধবার তারা বাড়ি ছেড়ে চলে এলে আমতলী থানা পুলিশ গতকাল তাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে। তাদের নাম মিয়াদ (৯), তনয় (১৩) ও মুন্না (১৩) ওই শিশুরা নরসিংদির বাড়ি থেকে পালিয়ে আমতলী আসে। উদ্ধার হওয়া শিশুরা জানায়, বিদেশী টিভি চ্যানেলে অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা নিঝুম দ্বীপে যাওয়ার জন্য পালিয়ে বাড়ি ছাড়ে। ভুলে ফতুল্লা থেকে লঞ্চ যোগে তারা আমতলী আসে। ৩ শিশুকে লঞ্চ ঘাট এলাকায় ঘোড়াঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা আমতলী থানা পুলিশকে জানায়। পুলিশ তাদের উদ্ধার করে অভিভাবকদের খবর দেয়। অভিভাবকরা আমতলী এসে পৌছলে তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হয়। শিশুদের অভিভাবক মিজানুর রহমান, ফারুক হোসেন ও সাইফুল ইসলাম জানিয়েছেন, বিদেশী টিভি চ্যানেলের অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা উৎসাহী হয়ে নিঝুম দ্বীপে যাওয়ার জন্য বাড়ি ছেড়েছিল। সম্পুর্ন সুস্থ অবস্থায় শিশুদের ফিরে পেয়েছেন তারা। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলউদ্দিন মিলন ইনকিলাবকে জানান, তিন শিশুকে ভালভাবে অভিভাবকদের নিকট ফিরিয়ে দিতে পারায় আসরা অত্যান্ত খুশি।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন