রাজশাহী ও বরিশালের পর সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এই সিটিতে মেয়র প্রার্থী পেতে ২০ দলীয় জোট শরিক জামায়াতের ইসলামীর দাবির কারণেই কিছুটা বিলম্ব। শরিকদের সাথে আলোচনা করেই সিলেটের বর্তমান মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন নিয়েছে দলটি।
গতকাল (বুধবার) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেন্দ্রীয় ও সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে আরিফুল হকের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত থাকা সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান প্রমুখ। এছাড়া মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অপর চার নেতাও বৈঠকে উপস্থিত ছিলেন।
এবার সিলেট সিটি নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ছিলেন ছয়জন। তারা হলেন- বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাবেক ছাত্রদল নেতা সালাহ উদ্দিন রিমন। এর আগে রোববার রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আর বরিশালে দলের যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন