টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকরাই চৌরাশা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২টি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ। গতকাল বৃহস্প্রতিবার দুপুরে তিনি এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে প্রায় দুই শতাধিক জুয়াড়ি পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত ১২টি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন