টাঙ্গাইলের ঘাটাইলে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই রুবেল মিয়া । গতকাল শনিবার বিকাল ৪ টায় ঘাটাইল উপজেলার সাগরদিঘীর বেতুয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত আইনজীবীর নাম এডভোকেট ফরহাদ হোসেন। পুলিশ হত্যাকারী রুবেল মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সাগরদিঘী বেতুয়াপাড়া গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে এডভোকেট ফরহাদ হোসেনের সাথে চাচাতো ভাই রফিকুল ও দোলোয়ার গংদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুলের ছেলে রুবেল চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। ঘটনার পর পরই সাগরদিঘী তদন্ত কেন্দ্রে গিয়ে আত্মসমর্পণ করে হত্যাকারী ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন