শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

হলুদ কার্ডেও ঘেরাটোপে মেসিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১০:৩৩ পিএম

কোয়ার্টার ফাইনালে উঠতে গেলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাকে পেরোতে হবে ফ্রান্স-বাধা। সে ম্যাচে আর্জেন্টিনার এক শঙ্কা মেসির হলুদ কার্ড! আরও একটি হলুদ কার্ড পেয়ে গেলেই তো বিপদ। কোয়ার্টার ফাইনালে উঠলেও সে ক্ষেত্রে আর্জেন্টিনাকে খেলতে হবে দলের সবচেয়ে বড় সম্পদকে ছাড়াই।
ফর্ম ও দলের অবস্থা বিচারে যে কেউই ফ্রান্সকেই এগিয়ে রাখবেন আজকের ম্যাচে। গ্রæপ পর্বে খুব একটা ভালো খেলতে না পারা আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার সব সামর্থ্যই ফরাসি দলের আছে। আঁতোয়ান গ্রিজমান, কিলিয়েন এমবাপ্পে ও ওসুমানে ডেম্বেলে, পল পগবাদের মতো তারকাদের নিয়ে গড়া ফ্রান্স যেকোনো বিচারেই আর্জেন্টিনার জন্য শক্ত প্রতিপক্ষ। তবে এই ম্যাচে মেসিদের আরেকটি প্রতিপক্ষ কিন্তু আছে। সেটি হলুদ কার্ডের শঙ্কা। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে হলুদ কার্ড পেয়েছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে আরও একটি পেলে ফ্রান্সকে হারালেও যে কোয়ার্টারে খেলতে পারবেন না মেসি।
এ সমস্যা শুধু মেসির নয়। একই সমস্যায় আছেন আর্জেন্টিনা দলের আরও পাঁচজন হাভিয়ের মাচেরানো, মার্কাস অ্যাকুনিয়া, নিকোলাস ওটামেন্ডি, গ্যাব্রিয়েল মার্কাদো, এভার বানেগা। মেসিসহ এই ছয়জনের কোনো একজন যদি ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হলুদ কার্ড হজম করেন, তাহলেই কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না তিনি। ম্যাচে ম্যাচে ছক পরিবর্তন করা হোর্হে সাম্পাওলির মূল একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মাথার ওপর হলুদ কার্ডের খড়্গ ঝুলছে, ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে জয়ের পাশাপাশি এটি নিয়েও আকাশ-পাতাল ভাবতে হচ্ছে কোচ সাম্পাওলিকে!

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হাসান ৩০ জুন, ২০১৮, ৩:০৯ পিএম says : 0
মেসি নির্ভর না হয়ে সবাই কে ভালো ভাবে খেলতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন