শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে -জমিয়তে উলামায়ে ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৪:৪৯ পিএম


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, একা বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব নয়। হত্যা ও নির্যাতনের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দিয়েছে, তাই মিয়ানমারকেই রোহিঙ্গাদের নাগরিক ও মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটাই সমাধানের একমাত্র পথ। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের ফেরৎ নেওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটি চুক্তিও হয়েছে কিন্তু মিয়ানমার সে চুক্তি বাস্তবায়নে টালবাহানা করে যাচ্ছে, তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সব স¤প্রদায়কে সমস্যার সমাধান করতে হবে। এক্ষেত্রে চীন যথাযথ ভূমিকা পালন করলে সমাধান সহজ হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন