মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাভারে অপহৃত শিশুর লাশ নদীতে : আটক ২

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৮, ১২:০৮ এএম

সাভারে হেমায়েতপুরে অপহরনের ৩ দিনপর শ্রী জয়ন্ত নামে ৪ বছরের এক শিশু লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরনকারীকে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার রাত ১১ টায় সাভার-সিংগাইয়ের সীমানা ব্রিজের নীচে বংশী নদী থেকে ব্যাগের ভিতর ভর্তি হাত-পা বাধা অবসআয় শিশু জয়ন্তের লাশ উদ্ধার করা হয়। পোশাক শ্রমিক বাবা শ্রী সনু সাভারে হেমায়েতপুরে একটি কারখানায় কাজ করতো ও কাঠাতলায় আউয়াল হোসেনর বাসায় পরিবারসহ বসবাস করে আসছেন। গ্রেপ্তারকৃত শুভ ও নাছির সম্পর্কে শালা-দুলা ভাই। তারাও সনুর পাশের কক্ষের ভাড়াটিয়া।
অপহৃত শিশুর বাবা সনু জানান, গত পহেলা জুলাই সকাল ১১ টার দিকে শিশু জয়ন্তকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মাইকিং ও অনেক খোঁজাখুজির পর না পেয়ে পরদিন ২ জুলাই সাভার মডেল থানায় সাধারন ডায়রি করা হয়। এরইমধ্যে অপহরনকারী মুক্তিপণ চেয়ে এক লাখ টাকা দাবী করে। পরে বিকাশে ৭ হাজার টাকা দেই।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগার আলী জানান, শিশু জয়ন্ত নিখোঁজের সাধারন ডায়েরির স‚ত্র ধরে তদন্ত শুরু হয়। প্রযুক্তির পাশাপাশি এলাকায় গোয়ান্দা নজরদারি রাখি। অপহৃত শিশুর প্রতিবেশী শুভ ও নাছির অপহৃত শিশুর বাবাকে নানা ভাবে বুঝানোর চেষ্টা ও বুদ্ধি পরামর্শ দিয়ে আসছিলো। বিষয়টি সন্দেহ হলে, আমরা তাদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরিু করি। এ পর্যায়ে অপহরন ঘটনাটি সামনে চলে আসে। পরে তাদের দেয়া তথ্য মতে নদী থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে হাত-পা বাধা শিশু জয়ন্তের লাশ পাওয়া যায়। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন