ঝালকাঠির রাজাপুরে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সুলতান গাজী (৬৬) নামে এক ব্যক্তি র্যাবের হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় বরিশাল র্যাব-৮ এর বিশেষ একটি টিম উপজেলার মধ্য পুটিয়াখালি গ্রামের তার নিজ বাড়ির পুকুর পাড় থেকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে আটক করে। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর ডিএডি মো: আমজাম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মাদক নিয়ন্ত্রক আইনে একটি মামলা দায়ের করেন বলে রাজাপুর থানা পুলিশ সূত্র জানায়। থানা পুলিশ আরো জানায়, আটকৃত সুলতান গাজীর বিরুদ্ধে থানা এবং আদালতে মোট ৭টি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন