রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম

মোহাম্মদ নামের প্রতি ভালোবাসা

খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

আমাদের দেশে ইসলামী নামের বিকৃতির প্রবণতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। আবার বিকৃত নাম সংশোধনের প্রয়োজনও অনেকে মনে করেন না। বিশেষভাবে এখানে আমরা মহানবী হজরত মোহাম্মদ (সা:)-এর একটি নামের বিকৃতির কথা উল্লেখ করতে চাই।
কোরআন শরিফে রাসূলুল্লাহ (সা:)-এর আগমন সম্পর্কে হজরত ঈসা (আ:)-এর সুসংবাদ বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে; “আমার পরে যিনি (নবী) আসবেন তাঁর নাম ‘আহমাদ’।” হুজুর (সা:)-এর ‘মোহাম্মদ’ নামের পর ‘আহমাদ’ (সা:) নামটি সর্বাধিক প্রসিদ্ধ। এর অর্থ সর্বাধিক প্রশংসার যোগ্য। বাংলা উচ্চারণে নামটি ‘আহমদ’ ব্যাপকভাবে প্রচলিত যা অশুদ্ধ নয়। কিন্তু আমদের দেশের মুসলমানদের মধ্যে অনেকে রয়েছেন, নামটি বিকৃতভাবে ‘আহমেদ’ ব্যবহার করতে গর্ববোধ করে থাকেন। রাসূলুল্লাহ (সা:)-এর প্রতি এটিও এক প্রকারের অমর্যাদা ও অসম্মান প্রদর্শনের শামিল। ইসলামকে আধুনিকায়নের স্রোতে গা ভাসিয়ে দিতে গিয়ে যারা মহানবী (সা:)-এর নাম ‘আহমদ’ কে বিকৃত করে ‘আহমেদ’ বানাতে দ্বিধা বোধ করে না এবং জেনে শুনে এ বিকৃত নাম ব্যবহার করে থাকেন অনুতাপ তাদের জন্য, আর যারা না জেনে ব্যবহার করেন, তারা সংশোধন করে সঠিক শুদ্ধ নাম ‘আহমদ’ ব্যবহার করবেন বলে আশা রাখি।
রাসূল প্রেমিকদের মধ্যে এমন লোকের অভাব নেই যারা ‘মোহাম্মদ’ (সা:) নামের প্রতি এতই আসক্ত যে, এ নামের বরকত লাভের জন্য ব্যাকুল থাকে। ‘আশ-শিফা’ নামক পুস্তকে হজরত ইমাম মালেক বর্ণনা করেন;
‘মক্কাবাসীদের নিকট এই কথা প্রসিদ্ধ যে, যে গৃহে মোহাম্মদ নামের কেউ থাকে সে ঘরাণায় বংশবিস্তার করে এবং তাদেরকে অধিক রিজিক দান করা হয়।’
একটি বর্ণনা অনুযায়ী, তিউনিশিয়ার একজন বাআমল আলেম ছিলেন আয়মান আবুল বারাকাত মোহাম্মদ। তার চৌদ্দ পুরুষ পর্যন্ত পরপর ‘মোহাম্মদ’ নাম ছিল। তিনি মদিনায় অনেক বছর অতিবাহিত করেন। যখন তিনি সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা করেন তখন রাসূূলুল্লাহকে (সা:) স্বপ্নে দেখেন। তিনি বলেন, ‘তুমি কেন আমাকে ছেড়ে যেতে চাও?’ এ কথা শুনে আয়মান আবুল বারাকাত মোহাম্মদ ফিরে আসেন এবং হিজরি ৭২৪ সালে মদিনায় ইন্তেকাল করেন।
বর্ণীত আছে যে, সমর খন্দের একটি শহরের নাম ‘মাকিরাদিন’। এখানে একটি কবরস্থানের নাম ‘তুরবাতুল মোহাম্মদিন’ অর্থাৎ এ কবরস্থানে শুধুমাত্র সে সকল মুর্দারকে দাফন করা হয়, যাদের নাম ‘মোহাম্মদ’। সুতরাং ৬ শত হিজরি পর্যন্ত এ কবরস্থানে চার শতাধিক লেখক, মুফতি এবং আলেমকে দাফন করা হয়েছিল।
আরো একটি ঘটনা- বিখ্যাত ‘হেদায়া’ গ্রন্থের লেখক শায়খুল ইসলাম বোরহানুদ্দীন মুরগীনানী ৫৯৩ হিজরি সালে ইন্তেকাল করেন, তাঁকেও এ কবরস্থানে দাফন করার অনুমতি দেয়া হয়নি, কেননা তার নামে ‘মোহাম্মদ’ এর পবিত্র নাম যুক্ত ছিল না। তাই তাকে নিকটস্থ বাইরের অপর কবরস্থানে দাফন করা হয়।
হাদিস শরিফে বর্ণিত হয়েছে, যার নাম ‘মোহাম্মদ’, সে দোজখে প্রবেশ করবে না।
কাজী আয়াজ (রহ:) তার ‘আশ-শিফা’ গ্রন্থে বলেছেন, ‘কেয়ামতের দিন একটি ঘোষণা হবে, যার নামের সাথে মোহাম্মদ নাম যুক্ত রয়েছে, সে জান্নাতে চলে যাক।’
আবার এমন কিছু ঘটনাও রয়েছে যে, অমুসলিম হয়ে যারা মোহাম্মদ নাম রেখেছে, তাদের মুসলমানদের রোষানলে পড়তে হয়েছে এবং এ নামকে যারা উপহাস করেছে, বিক্ষুব্ধ মুসলমানদের নিকট তাদের নাজেহাল হতে হয়েছে। সুতরাং, রাসূলুল্লাহ (সা:)-এর নামসমূহের যে কোনো একটির বিকৃতি, অবমাননা, অসম্মান ও অমর্যাদা প্রদর্শন এবং উপহাস ইত্যাদি কর্মের পরিণতি শুভ হতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মামুন ১৫ জুলাই, ২০১৮, ২:১৮ এএম says : 1
সুন্দর লেগেছে লেখাটি।
Total Reply(2)
আব্দুল হান্নান ১৫ জুলাই, ২০১৮, ৯:০৮ এএম says : 4
চমতকার।
মোহাম্মদ আবু সাঈদ ১৫ জুলাই, ২০১৮, ১১:২৫ এএম says : 4
জাজাকাল্লাহ খায়ের
saif ১৫ জুলাই, ২০১৮, ১০:০৯ এএম says : 1
যাকে আসলেই ভালো বাসা যায় তার কেবল নামই নয় তার জুতো ও নিজের জীবনের ছেয়ে অধিক মুল্যবান হয়ে যায়। আর সেই ভালো বাসা যদি আমার প্রিয় হাবিব (সাঃ) হয় তাহলে তাঁর মুখের থুতুও কত পবিত্র ও বরকতময়। আল্লাহ আমাদের কে হেদায়েত নসিব করুন এবং প্রানের ছেয়ে ও প্রিয় হাবিব (সাঃ) কে আরও অধিক ভালো বাসার, সন্মান করার তৌফিক দান করুন।
Total Reply(1)
মোহাম্মদ আবু সাঈদ ১৫ জুলাই, ২০১৮, ৬:০৯ পিএম says : 4
আমিন। মাশাল্লাহ। হযরত জালাল উদ্দিন আলকাদেরি রাহামাতুল্লাহি আলাইহি রাহামাহ একদিন এপ্রসংগে এক জুমার খুতবায় বলেছিলেন, কোন ব্যক্তি যদি কাউকে ভালবাসবেন, তার বহিঃপ্রকাশ হয় কয়েকটি ভাবে : যেমন ১) হর হামেশা তাঁর কথা বলবেন ২) তাঁর গুনাবলী গুলো তুলে ধরেন ৩)তাঁর কোন দোষ বা আইব পড়ে না ৪) তাকে অনুসরণ করেন চলনে বলনে কথা বার্তায়। "মোহাম্মদ " নামটিকেও যারা ভালবেসে ফেলেন তার বহিঃপ্রকাশ স্বতস্ফূর্তভাবে এম্নিতেই বুঝা যায়।
Mizan ১৫ জুলাই, ২০১৮, ১২:৪২ পিএম says : 1
Very nice
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন