রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয় অব্যাহত রাখার জন্য ডোয়েন জনসনকে ‘দ্য রক’ নামটি বাদ দিতে হয়েছিল

| প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

হলিউড অভিনেতা ডোয়েইন জনসন জানিয়েছেন ডবিøউডবিøউই রেসলার ‘দ্য রক’ নামে তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করার পর চলচ্চিত্র অভিনয়ে আসেন তারে ডাকনামটির জনপ্রিয়তাকে উপজীব্য করে কিন্তু পরে তাকে এই নামটি বাদ দেবার জন্য বাধ্য করা হয়। অভিনেতা জেমি ফক্সের ডিজিটাল সিরিজ অফ স্ক্রিপ্ট’ অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী অ্যাকশন তারকাটি প্রকাশ করেছেন। অভিনয় পেশা অব্যাহত রাখবার জন্য তাকে তার রেসলিংয়ের পরিচয় ত্যাগ করতে চাপ দেয়া হয়েছিল। “আমাকে সেই সময় বলা হয়েছিল, শোনো, সবসময় তুমি রেসলিং নিয়ে কথা বলতে পারবে না আর তোমার নাম ‘দ্য রক’ হতে পারবে না এতোটা বড় ভেবো না নিজেকে ,” জনসন বলেন।তিনি আরও জানান এভাবে চাপের মুখে নিজের পরিচয় বদল তার পছন্দ হয়নি। তিনি বলেন,”আমি যা নই তা হবার চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।” তিনি জানান ভক্তরা চায় তিনি তার আগের পরিচয়ে পরিচিত হন। তিনি বলেন,” তাদের সঙ্গে আমার সম্পর্কই সবচে য়ে গুরুত্বপূর্ণ।” “সুতরাং , আমি সিদ্ধান্ত নিলাম দুটি ঘটনা ঘটতে পারে : আমার আশপাশে ভিন্ন ভিন্ন মানুষ আর ব্যবস্থাপনা দল থাকবে আর আমি স্বকীয়তা বজায় রাখব কেউ যদি আমাকে ‘রক’ বলে ডাকতে চায় ‘রক বলেই ডাকবে’,“ তিনি আরও বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন