(পূর্ব প্রকাশিতের পর) বিশ্ব এখন বিশ্বকাপ জ্বরে প্রবলভাবে আক্রান্ত। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়; বরং একটু বেশিই আক্রান্ত মনে হয়। ভিনদেশী পতাকা আর জার্সি বিক্রির ধুম পুরো দেশে। প্রায় প্রতিটি বাড়ির ছাদে, গাছের ডালে, খেত-খাামারে, পুকুরে,খালে-বিলে সর্বত্রই শুধু ভিনদেশী পতাকা আর পতাকা। কে কার চেয়ে বড় পতাকা বানাতে পারে এ নিয়েও চলছে প্রতিযোগিতা। এ পর্যন্ত [১৭ জন ২০১৮] প্রিয় দলের পতাকা টানাতে গিয়েই প্রাণ হারিয়েছে ৩ জন। [প্রথম আলো, ১৭ জন ২০১৮] এভাবে প্রায় প্রতিবারেই কিছু মানুষের প্রাণ ঝরে যায় বিশ্ব উন্মাদনায়। চায়ের টেবিল, পড়ার টেবিল, খাওয়ার টেবিল, চাকরির টেবিল, পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা সর্বত্রই বিশ্বকাপ ঝড়। তর্ক-বিতর্ক। যান বাহন, হাট-বাজার, মাঠ-ঘাট, শহর-গ্রাম সর্বত্রই কেবল বিশ্বকাপ পাগলামী আর আবেগ। বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ যেন দুই শিবিরে বিভক্ত। এক পক্ষ অন্য পক্ষকে যুক্তি, পরিসংখ্যান, দুর্বলতা ইত্যাদি দিয়ে ঘায়েল করার কসরত করছে অবিরাম। এই উন্মাদনা, পাগলামী, আর আবেগের আগে আমাদের ভাবা উচিত ছিল আমি একজন মুসলিম। তাই আমার ইসলাম এ ব্যাপারে কি বলে? আমি একজন মুমিন। তাই এই উন্মাদানা, পাগলামী আর আবেগের ব্যাপারে আমার ঈমান কি বলে? ইসলাম ফিতরাতের ধর্ম। তাই মানুষের ফিতরাত তথা স্বভাবজাত চাহিদাকে ইসলাম স্বীকার করেছে অকপটে। মুল্যায়ন করেছে যথাযথভাবে। তবে সেই স্বভাবজাত চাহিদার পাগলা ঘোড়াকে লাগামহীন ছেড়ে দেয়নি; বরং এর লাগাম টেনে ধরে দিয়েছে সীমারেখা। নির্দিষ্ট করে দিয়েছে তার চৌহদ্দি। তবে মানবের স্বভাবজাত চাহিদাগুলোর অন্যতম হলো খেলাধুলা। এই খেলাধুলাকে ইসলাম নিষেধ করে না। বরং ক্ষেত্র বিশেষ উৎসাহ দিয়েছে সমধিক। সাহাবী হযরত সালমা ইবনে আকওয়া রা. বলেন, একজন আনসারী সাহাবী দৌড়ে খুবই পারদর্শী ছিলেন। দৌড় প্রতিাযোগিতায় কেউ তাকে হারাতে পারত না। একদা তিনি ঘোষণা করলেন, আমার সাথে দৌড় প্রেিযাগিতায় অবতীর্ণ হতে কেউ প্রস্থুত আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট এ ব্যাপারে অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন। এ প্রতিযোগিতায় আমি জয়ী হলাম। (সহীহ মুসলিম সূত্রে মাআরিফুল কুরআন: ৭/৮) অন্য বর্ণনায় আছ, আবু জাফর ইবনে মুহাম্মাদ ইবনে আলী ইবনে রোকানা তার পিতা প্রখ্যাত কুস্তিগীর রোকানা থেকে বর্ণনা করেন, একদা রোকানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কুস্তি খেলায় অবতীর্ণ হলে তিনি রোকানাকে পরাভূত করেন। (আবু দাউদ, হাদীস: ৪০৭৮; মাআরিফুল কুরআন: ৭/৮) এক বর্ণনায় এসেছে, একদা কিছু হাবশী যুবক মদীনা মুনাওয়ারায় সামরিক কলাকৌশল অনুশীলন কল্পে বর্শা ইত্যাদি দিয়ে খেলা করতে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মাজান আয়শা রা. কে নিজের পিছনে দাঁড় করিয়ে তাদের এ খেলা উপভোগ করাচ্ছিলেন আর তাদেরকে উৎসাহ দিয়ে বলতেছিলেন, তোমরা খেলাধুলা আব্যাহত রাখ। (বায়হাকী; কানজুল উম্মাল সূত্রে মাআরিফুল কুরআন: ৭/৮) অন্য বর্ণনায় এসেছে, আমি এটা পছন্দ করি না যে, তোমাদের ধর্মে শুষ্কতা ও কঠোরতা পরিলক্ষিত হোক। (মাআরিফুল কুরআন: ৭/৮) এক হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা মাঝে মধ্যে (বিনোদন, খেলাধুল কিংবা অন্য কোন বৈধ উপায়ে) হৃদয়কে বিশ্রাম ও আরাম দিবে। (আবু দাউদ সূত্রে মাআরিফুল কুরআন: ৭/৮) সাহাবী হযরত ইবনে আব্বাসের বাচনিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুমিনের শ্রেষ্ট ও কল্যাণকর খেলা সাতার কাঁটা আর নারীর শ্রেষ্ট ও উপকারী খেলা সুতা কাঁটা।(মাআরিফুল কুরআন: ৭/৭) বর্ণিত হাদীসগুলোর আলোকে এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে, ইসলামের দৃষ্টিতে খেলাধুলা শুধু জায়িযই নয়; ক্ষেত্র বিশেষ তা প্রশংসিত ও পছন্দনীয় বটে। তবে এর সীমা রেখা ও চৌহদ্দি অতিক্রম করা যাবে না এবং এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কারণ প্রত্যেক বিষয়েরই একটি সীমারেখা আছে। যা লংখিত হলে সাধারণ মুবাহ ও বৈধ কাজ তো অনেক পরের কথা; নেক আমল ও মুস্তাহাব কাজও জায়িয থাকে না; বরং তা হয়ে যায় আপত্তি ও প্রতিবাদের উপযুক্ত। হাল যামানায় এই খেলাধুলার অবস্থা এই যে, এখন তা আর ¯্রফে খেলাধুলা নয়; বরং তা জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যে পরিণত হয়েছে; এমনকি জীবনের অনেক প্রয়োজন ও বাস্তব সমস্যার চেয়েও তা বহু গুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেন গোটা জাতির এটিই এখন একমাত্র কাজ। ফলে গোটা জাতি ও দেশ খেলাধুলার উন্মাদনায় বুঁদ হয়ে পড়েছে। অথচ এই সর্বগ্রাসী মত্ততা ও উন্মাদনা যে ব্যক্তিগত, জাতীয় ও পরকালীন জীবনের জন্য কি পরিমাণ ক্ষতিকর তা কেউ তলিয়ে দেখে না। নিম্নে সেই ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ১. যখন বিশেষ কোনো খেলা বিশেষত ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়, তখন গোটা জাতি ও দেশ এর উন্মাদনায় বুঁদ হয়ে আল্লাহ-রাসূল, নামায-রোযা, ইবাদত-বন্দেগী ও পরকালকে বেমালুম ভুলে যায়। হয়ে উঠে আল্লাহ ও পরকাল বিমুখ। অথচ খেলাধুলায় এভাবে মত্ত হওয়া সম্পূর্ণ নিষেধ। এ ব্যাপারে রয়েছে বিশেষ সতর্কবাণী ও কঠিন শাস্তির ঘোষণা। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে, ‘এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে ‘লাহওয়াল হাদীস’ তথা অবান্তর কথাবার্তা ক্রয় করে অন্ধভাবে এবং তা নিয়ে করে ঠাট্টা বিদ্রুপ। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি।’ (সূরা লুকমান: ৬) অধিকাংশ সাহাবী, তাবেয়ী ও তাফসীরবিদগণ এর তাফসীর করতে গিয়ে বলেছেন- গান-বাজনা, বাদ্যযন্ত্র, অনর্থক গল্প, উপন্যাস ও কিস্যা-কাহিনীসহ যে সকল বিষয় মানুষকে আল্লাহর ইবাদত ও স্মরণ থেকে গাফেল করে দেয়, সে সবই ‘লাহওয়াল হাদীস’ এর অন্তর্ভুক্ত। (মাআরিফুল কুরআন: ৭/৪) ২. সময় মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সময়ের গুরুত্ব কারো অজানা নয়। কারো দি¦মতও নেই এ ব্যাপারে। কেবল মাত্র ইসলামই নয়, পৃথিবীর সকল ধর্ম, মতবাদ ও ইজমই সময়ের গুরুত্ব দিয়েছে যারপর নাই এবং উপদেশ দিয়েছে সময়কে সর্বোচ্চ কাজে লাগানোর। এ কথা সবাই জানে ও বুঝে যে, যে মুর্হুতটি চলে গেল তা আর ফিরে আসবে না। এ কথাও সবাই বুঝে যে, সময়ের অপচয় মানে জীবনেরই অপচয়। আর কোনো বিবেকবান মানুষ কি জীবনের অপচয় করতে পারে? অন্তত একজন মুমিন তা পারে না। কারণ সে মনে-প্রাণে বিশ্বাস করে যে, জীবনের মহামূল্যবান সম্পদ সময়ের হিসাব তাকে দিতে হবে। এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। অথচ নির্মম ও নিদারুণ বাস্তবতা হলো, খেলাধুলার এই উৎসব উপলক্ষ্যে আমরা নির্দয়ভাবে আমাদের মহামূল্যবান সময় ধ্বংশ করে চলছি। এই অমুল্য সম্পদ ধ্বংসের মহোৎসব শুরু হয় বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই। চলতে থাকে বিশ্বকাপ শেষ হওয়ার পর পর্যন্ত। খেলা দেখার টিকিট সংগ্রহ করতে গিয়ে বাঙ্গালী হুজুগ ও উন্মাদনার যে ইতিহাস সৃষ্টি করেছে, তার কোনো নজীর সমকালীন বিশ্বে পাওয়া দুরহ ব্যাপার। হাড় কাঁপা তীব্র শীতের মাঝে টানা ৭২ ঘন্টা খোলা আকাশের নিচে দাড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করেছে অনেকে। কোনো কোনো পত্রিকা তার সম্পাদকীয় ভাষ্যে এ হুজুগ ও উন্মাদনায় গরম বাতাস দিয়ে বলেছে, টিকিট সংগ্রহ নিয়ে এ রকম পাগলামী আর উন্মাদনা অন্য কোনো দেশে দেখা যায় না। বাঙ্গালীর আবেগ বলে কথা। (পাক্ষিক ক্রীড়া জগত, ৩৪ বর্ষ, সংখ্যা ১৪; মাসিক কিশোর কণ্ঠ, জানুয়ারী ২০০৭ ঈসায়ী) এক কথায় বিশ্বকাপ উপলক্ষ্যে অসংখ্য মানুষের বিপুল পরিমাণ সময় ধ্বংসের এক মহা আয়োজন হয়। অথচ সময়ের গুরুত্ব প্রসঙ্গে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেন,‘দু’টি নিআমত এমন আছে, যেগুলোর ব্যাপারে অনেক মানুষ প্রতারণার শিকার। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসরতা।’ (বুখারী, হাদীস: ৬৪১২; তিরমিযী, হাদীস: ২৩০৪, শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস: ৯৭৬৮) অপর একটি বর্ণনায় আছে, সাহাবী ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম এক ব্যক্তিকে নছীহত করছিলেন এই বলে,‘পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে কর। ১. বার্ধক্যের পূর্বে যৌবনকে। ২. অসুস্থতার পূর্বে সুস্থতাকে। ৩. দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। ৪. কর্ম ব্যস্থতার পূর্বে অবসর সময়কে। ৫. আর মৃত্যুর পূর্বে জীবনকে।’ (শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস: ৯৭৬৭; আল আদাব, হাদীস: ৮০৯)। মুমিনের হৃদয়ে যখন বারবার এ বাণীগুলোর শব্দ ও মর্ম বাজতে থাকবে, তখন ধীরে ধীরে সময়ের মর্যাদা ও গুরুত্ব তার ভিতর সৃিষ্ট হবে। ফলে সে সময় অপচয় ও নষ্ট করা থেকে বেঁচে থাকবে। ৩. বিশ্বকাপ উপলক্ষ্যে কি পরিমাণ অর্থের অপচয় হয় তার কিঞ্চৎ ধারণা নেয়া যাবে নিচের রিপোর্টগুলো থেকে। ২০০৬ সালের বিশ্বকাপ উপলক্ষ্যে অর্থনৈতিক ক্ষতির একটি রিপোর্ট পেশ করেছিলেন থনটন নামের এক বৃটিশ হিসাব কর্মকর্তা। ঐ রিপোর্টে তিনি বলেছেন, বিশ্বকাপ উপলক্ষ্যে অর্থনৈতিক ক্ষতি আনুমানিক ১ দশমিক ২৬ পাউন্ড, যা খেলায় অংশ গ্রহণ করে যে আয় হয় তার দ্বিগুণ। সেন্টার ফর ইকোনমিক আ্যন্ড বিজনেস রিচার্সের হিসাব মতে ২০০২ সালের বিশ্বকাপে শুধুমাত্র ইউরোপীয় দেশগুলোর মোট অর্থনৈতিক ক্ষতি হয়েছিল ৮ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড। (প্রথম আলো, ১৯ জুন ২০০৬) ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে বাংলাদেশ রাষ্টীয় পর্যায়ে কি পরিমাণ অর্থের অপচয় করেছে, তার কিছুটা অনুমান করা যায় নিচের রিপোর্ট থেকে। বঙ্গবন্ধু ও মিরপুর জাতীয় স্টেডিয়াম এবং রাস্তা-ঘাট মেরামতের জন্য বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বরাদ্দ দিয়েছে ১২ কোটি টাকা। ঢাকা সিটি কর্পোরেশন দিয়েছে আড়াই কোটি টাকা। রাস্তা-ঘাট সংস্কারের জন্য সরকারী তহবীল থেকে ৫৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ৫টি স্টেডিয়াম সংস্কারের জন্য ব্যয় হয়েছে ৫৪ কোটি টাকা। আইন শৃংখলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনীকে দেয়া হয়েছে ৮৫ কোটি টাকা। (সাপ্তাহিক কাগজ, বর্ষ ৩, সংখ্যা: ৬) বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, এ আয়োজনে ৩৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। (কালের কন্ঠ, ২০ ফেব্রয়ারী ২০১১) আয়োজক দেশ হিসাবে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের যদি এ পরিমাণ অর্থের অপচয় হয়ে থাকে, তাহলে সমগ্র বিশ্বের কি পরিমাণ অর্থের অপচয় হয়েছে, তা অনুমান করা কঠিন কিছু নয়। অথচ অপচয়ের ব্যাপারে এসেছে কঠোর সতর্কবাণী। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে,‘আত্মিয়-স্বজন, অভাবগ্রস্থ ও মুসাফিরকে তাদের হক দিয়ে দিন এবং কখনই অপচয় করবেন না। নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই (দোসর)। আর শয়তান তার প্রভুর প্রতি অতিশয় অকৃতজ্ঞ।’ (সূরা ইসরা: ২৬-২৭)। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘তোমরা খাও, পান কর। তবে অপচয় করবে না। কেননা অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না।’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেন, তোমরা খাবে, পান করবে, পরিধান করবে এবং সদকা করবে, তবে অপচয় ও অহংকার করবে না।’ ইবনে আব্বাস রা. বলেন, ‘ইচ্ছে মতো খাবে, ইচ্ছে মতো পরবে। তবে দুটি কাজ থেকে অবশ্যই বেচে থাকবে- ১. অপচয় ও ২. অহংকার।’ (বুখারী: ২/৮৬০) ৪. বিশ^কাপ উপলক্ষ্যে পতিতাবৃত্তি সকল সীমা ছাড়িয়ে যায়। যে দেশ এ খেলার আয়োজন করে, সে দেশে অসংখ্য পতিতা ছড়িয়ে পড়ে। দর্শক, সমর্থক ও খেলোয়ার ইত্যাদি বিভিন্ন শ্রেণীর লোকদের জন্য পতিতা সংগ্রহ করা হয় বিভিন্ন দেশ থেকে। ২০০৬ সালের আসরে যুক্তরাষ্ট অভিযোগ করেছে যে, বিশ্বকাপকে কেন্দ্র করে পতিতাবৃত্তির জন্য হাজার হাজার নারী পাচার হচ্ছে। যুক্তরাষ্ট্রের তৎকালিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিসা রাইসের আদম পাচার বিষয়াক উপদেষ্টা জন মিলার বলেছিলেন, বিশ্বকাপ নিয়ে আমরা উদ্বিগ্ন। নারী পাচারের ক্ষেত্রে এর প্রভাব বেশি। বিশ^কাপের সময় যৌনকর্মের জন্য হাজার হাজার নারী পাচার হচ্ছে। (দৈনিক ইত্তিফাক: ৭ জুন, ২০০৬) ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল সরকার ঘোষণা করেছিল, এই আসরে পতিতাবৃত্তি ও যৌনকর্মের মাধ্যমে ২ হাজার কোটি ডলার আয় করবে। (দৈনিক ইনকিলাব, ৬ জুন ২০১৪) এই পতিতাবৃত্তি ও অবৈধ যৌনকর্ম এক ভয়াবহ অপরাধ। পতিতাবৃত্তি ও ব্যভিচার মূলত সতর্কতার বাধা ডিঙ্গিয়ে সতীত্বের বিপক্ষে চরম সীমায় উপনীত হওয়া ও আল্লাহর বিধানাবলীর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণার নামান্তর। ব্যভিচার স্বয়ং একটি বৃহৎ ও ভয়াবহ অপরাধ। যেমন আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা পতিতাবৃত্তি ও ব্যভিচারের কাছেও যেওনা। নিশ্চয় ব্যভিচার অশ্লীল ও নিকৃষ্টতম কাজ এবং যৌন সম্ভোগের কদর্য পথ।’ (সূরা ইসরা: ৩২) সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রা. এর এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম ব্যভিচার থেকে সতর্ক করে বলেন, ‘হে লোক সকল! তোমরা পতিতাবৃত্তি ও ব্যভিচারকে ভয় কর। কারণ তার ৬টি অশুভ পরিণাম রয়েছে। তিনটি দুনিয়াতে আর তিনটি আখেরাতে। দুনিয়ার তিনটি হলো ১. দেহের সুন্দর্য নষ্ট হয়। ২. চিরস্থায়ীভাবে অভাব অনটন আসে। ৩. আয়ুকাল হ্রাস পায়। আর পরপারের তিনটি হলো, ১. আল্লাহর অসন্তুষ্টি। ২. বিচার দিবসের হিসাবে মন্দ পরিণাম। ৩. দোযখের স্থায়ী আযাব।’ (শুআবুল ঈমান, বায়হাকী হাদীস: ৫০৯১) সাহাবী আবু হুরায়রা রা. এর বাচনিক অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যভিচারের ভয়াবহতা সর্ম্পকে বলেন, ‘তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামত দিবসে পরম দয়ালু আল্লাহ কথাও বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। ১. বৃদ্ধ ব্যভিচারী। ২. মিথ্যুক শাসক। ৩. অহংকারী ফকীর।’ (আস সুনানুল কুবরা, নাসাঈ, হাদীস: ৭১০০ ; শুআবুল ঈমান, বায়হাকী হাদীস: ৫০২)সাহাবী আবু হুরায়রা রা. এর বাচনিক অন্য এক হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেন, ‘চার শ্রেণীর লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং তাদের উপর নেমে আসে আল্লাহর ক্রোধ । ১. বারবার শপথকারী ব্যবসায়ী। ২. দাম্ভিক ফকীর ৩. বৃদ্ধ ব্যভিচারী ৪. অত্যাচারী শাসক।’ (আস সুনানুল কুবরা, নাসাঈ, হাদীস: ৭১০১ ; সহীহ ইবনে হিব্বান, হাদীস: ৫৫৫৮) তা ছাড়া ব্যভিচার বা অবৈধ যৌন সম্ভোগনিজের সাথে বয়ে নিয়ে আসে আরও শত শত অপরাধ এবং এর অশুভ ফলাফল প্রকাশ পায় সমগ্র মানবতার বির্পযয় ও ধ্বংশের আকারে। পৃথিবীতে যত হত্যা ও লুণ্ঠনের মতো জঘণ্য ঘটনাবলী সংগঠিত হয়েছে বা হয়, অনুসন্ধান করলে দেখা যাবে, অধিকাংশ ঘটনার কারণ কোনো নারী ও তার সাথে অবৈধ সর্ম্পক। এ ছাড়াও ব্যভিচার নারী-পুরুষকে নিক্ষেপ করে সুমহান মর্যাদার আসন থেকে নোংরা নর্দমায়। মানব সমাজকে রুপান্তর করে পশুর সমাজে। মূলত এ কারণেই মানবিক অপরাধ সমূহের যেসব শাস্তি কুরআন-হাদীসে নির্ধারিত রয়েছে তন্মধ্যে ব্যভিচারের শাস্তি সবচে ভয়াবহ ও কঠোরতর। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে,“ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষের প্রত্যেককে বেত্রাঘাত কর একশ করে। তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকলে আল্লাহর এ বিধান কার্যকর করণে তাদের প্রতি যেন তোমাদের দয়ার উদ্রেক না হয়। আর মুসলমানদের একটি দল যেন তাদের এ শাস্তি প্রত্যক্ষ করে। (নূর: ২) আয়াতে বর্ণিত ব্যভিচারের এ শাস্তি কেবল অবিবাহিত নারী-পুরুষের জন্য। বিবাহিত নারী-পুরুষের শাস্তি প্রস্তরাঘাতে হত্যা। যা অসংখ্য হাদীস দ্বারা প্রমাণিত। সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, ‘আসলাম গোত্রের এক ব্যক্তি ( হযরত মায়িয রা.) হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম এর দরবারে এসে বললেন, তিনি ব্যভিচার করেছেন। এ ব্যাপারে তিনি নিজের উপর চারবার সাক্ষ্য দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম তাকে রজম তথা প্রস্তরাঘাতে হত্যার নির্দেশ দিলেন আর তিনি ছিলেন বিবাহিত।’ (সহীহ বুখারী, হাদীস: ৬৮১৪; সহীহ মুসলিম, হাদীস: ১৬৯১) ৫. বিশ^কাপ, আই পি এল, এশিয়াকাপ ইত্যাদি বড় ধরনের খেলা উপলক্ষ্যে আয়োজন করা হয় মিসওয়ার্ল্ডকাপ বা সুন্দরী প্রতিযোগিতা। খেলায় অংশগ্রহণকারী দেশগুলো থেকে প্রথমে একজন করে সুন্দরী বাছাই করা হয়। এরপর তাদের মাঝে হয় চুড়ান্ত প্রতিযোগিতা। এ পর্বে যে নির্বাচিত হয়, তাকে দর্শক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণীর লোকদেরকে আকর্ষিত করার জন্য অর্ধনগ্ন অবস্থায় বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান, আসর এবং অনেক সময় খেলার সময় প্রদর্শন করা কয়। পর্দা ও মানবিকতার সকল বাঁধন ছিন্ন করে চরম নির্লজ্জতা ও পাশবিকতায় মেতে উঠে প্রতিযোগী ও দর্শকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন