বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

অবৈধভাবে জমি ভোগদখল

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৮, ১২:০৩ এএম

বিত্তবান শ্রেণির কিছু অসাধু লোক দরিদ্র মানুষের জায়গা-জমি অসৎ উপায়ে ভোগদখল করছে। চোখে দেখা সত্তে¡ও এদের এই অসদাচরণের প্রতিবাদের ভাষা কজনেরই-বা থাকে? ভুল বুঝিয়ে কুচক্রী মহল জায়গা-জমি ছিনিয়ে আনছে। কেউ কেউ কম শিক্ষিত মুরব্বিদের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে ফাঁকা দলিল বা কাগজে টিপসই এনে পরে তাতে প্রয়োজনীয় লেখা বসিয়ে, জায়গা দখলের অপচেষ্টা করছে। অসহায় মানুষ সরকারি জায়গায় একটু ঠাঁই নিলে মামলা-মোকদ্দমা হয়, অথচ ধনবানরা সরকারি জমি অবৈধ উপায়ে ভোগদখল করলে কিছুই হয় না। প্রশাসনও এখানে নীরব ভূমিকা পালন করছে। ভূমিসুরা মধ্যবিত্ত এবং অসহায় শ্রেণিকে ঠকিয়ে জায়গা ভোগদখল করে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে নালিশ দিলেও তা বিত্তবানদের অর্থের জোরে ভেস্তে যাচ্ছে। ভুক্তভোগীরা প্রাণ বাঁচানোর দায়ে শেষ সম্বলটুকু এই ভূমিদস্যুদের কাছে বিলিয়ে দিচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
তাইফুর রহমান মুন্না
মোরেলগঞ্জ, বাগেরহাট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন