কেরানীগঞ্জে ৩৫ কোটি টাকা বাজার মূল্যের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে আজ সোমবার সকালে শুভাঢ্যা মৌজায় বিভিন্ন দাগে এসব জমি উদ্ধার করা হয়। পরে সেখানে সরকারি সাইনবোর্ড ও খুটি স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল( দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম,মোহাম্মদ কামাল আনোয়ার, মোঃ আব্দুল মজিদ নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা ও শুভাঢ্যা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিৎ চন্দ্রনাথ প্রমূখ। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান জানান শুভাঢ্যা মৌজায় ১নং খতিয়ানে বিভিন্ন দাগে খাস জমিগুলো প্রভাবশালী মানুষ দখল করে রেখেছিল। ওই দখলকৃত জমি থেকে মাটি কাটার খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে গিয়ে খাস জমিগুলো শনাক্ত করে সেখানে সরকারি সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করা হয়। উদ্ধারকৃত জমিগুলো এখন নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, কেরানীগঞ্জে যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। যত বড় প্রভাবশালী হোক কেউ খাস জমি দখল করে রাখতে পারবে না।
মন্তব্য করুন