বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলায় সাজা প্রত্যাহার না করা পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না মন্তব্য করেন নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী। তিনি বলেন, অত্যাচারীত সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না, যেমন আইয়ুব ও ইয়াহিয়া খান অত্যাচার করে বেশি দিন টিকতে পারেনি, জিয়াউর রহমান দেশে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে দেশকে সম্ভবনাময় জাতি হিসেবে গড়ে তুলেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে এক বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্ধিতসভায় আরো বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন, আব্দুল মান্নান মাস্টার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান মিল্টন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হেকিম সেনাপতি, মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক ও উপজেলা মহিলা দলের সভাপতি তাহমিনা আক্তার রিপা। তিনি আরো বলেন, বিএনপিকে নির্মূল ও নেতৃত্বশূন্য করতে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এই অবস্থার অবসানের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বর্ধিত সভায় নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন