শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিক্ষার্থীদের আন্দোলনে সোনারগাঁয়ে মহাসড়ক ১ঘন্টা অবরুদ্ধ

সোনারগাঁ, নারায়ণগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ২:৪৭ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনে গতকাল বৃহস্পতিবার ১ঘন্টা অবরুদ্ধ ছিল ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়। সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অবন্থান করে রাস্তায়। দুপুর বৃষ্টি ও আইনশৃঙ্খলা বাহীনির অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। গত রোববার বিমানবন্দর সড়কে জাবালে নুর পরিবহনের বেপরোয়া বাসের চাপায় প্রাণ হারান শাহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। ঘটনার পর থেকে ওই কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে বিক্ষোভ শুর করে। ওই কলেজের সাথে যোগদিতে থাকে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষাথীরা। ৪র্থ দিনে শিক্ষার্থীদের আন্দোলন বেপক আকার ধারন করলে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার বন্ধ ঘোষনা করেন সরকার। নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যেগ ও নয় দফা দাবিতে আন্দোলনের ৫ দিনে বৃষ্টি উপেক্ষা করে সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ঘন্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এতে ঢ্কাা-চট্রগ্রাম মহাসড়কে কয়েক কিরোমিটার জানযটের সৃস্টি হয়ে ভোগান্তিতে পরতে হয়েছে যাত্রীদের। পরে বৃষ্টি ও আইনশৃঙ্খলা বাহীনির অনুরোধে রাস্তা থেকে সরে যায় শিক্ষার্থরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন