সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের ভুবন মাঝি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

২০১৭ সালের ৩ মার্চ বাংলাদেশে মুক্তি পেয়েছিল ফাকরুল আরেফীন খান পরিচালিক ‘ভুবন মাঝি’ ছবিটি। এরপর ছবিটি অংশ নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। গত ৩ আগস্ট ছবিটি মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। পরিচালক অরিন্দম শীলের প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান থেকে ছবিটি ভারতে মুক্তি দেয়া হয়েছে। ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি একজন সাধারণ সংগ্রামী মানুষের জীবনে বিদ্রোহী হয়ে ওঠার গল্প। গল্পের শুরু ১৯৭০ সালে শেষ হয় ২০১৩ সালে। গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত ‘ভুবন মাঝি’ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন ফাকরুল আরেফীন খান। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, কাজী নওশাবা আহমেদ, সুমিত সেন, সুষমা সরকার, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, ওয়াকিল আহাদ, লালিম হক প্রমুখ। গত ২০ এপ্রিল ভারতে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পায়। কলকাতায় ছবি মুক্তি নিয়ে অনুভূতি জানাতে গিয়ে ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমার এই ছবির সঙ্গীতপরিচালনা করেছেন প্রয়াত সঙ্গীতব্যাক্তিত্ব কালিকা প্রসাদ। তার স্বপ্ন ছিল কলকাতায় ছবিটি মুক্তি পাক। এছাড়াও আমার নিজেরও ইচ্ছে ছিল। ভাবতে ভালো লাগছে কালিকা প্রসাদের স্বপ্নকে পূরণ করতে পারছি। ছবিটি বাণিজ্যিক ভাবে কলকাতা, আগরতলা ও আসামসহ বিভিন্ন জায়গায় একযোগে মুক্তি পাচ্ছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন