লক্ষীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী এলাকায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার সকালে ওই নির্যাতিত ছাত্রী বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইউসুফ হোসেন নামে এক যুবককে আসামি করা হয়।
এর আগে অভিযুক্ত আসামি ইউসুফ হোসেনকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ছাত্রীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় পুলিশ।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন জানান, ওই ছাত্রীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন