মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও মোহাম্মদ মুছা নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। গতকাল বিকেল ৪ টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর একটি মাদরাসার সামনে মুছাকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ২নং ওয়ার্ড এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।সদর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আব্দুল ফারুক জানান, ইয়াবাসহ আটক মুছা একই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের নেতা। তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। র‌্যাব -৭ টেকনাফ-১ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহাতাব জানান, বিকেল ৪টার দিকে টেকনাফের উত্তর লম্বরীর মাদরাসা এলাকায় একটি অটোরিকশায় করে ইয়াবা পাচার হচ্ছে, এমন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোহাম্মদ মুছাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সেগুলোর আনুমানিক মূল্য ১ কোটি টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন