রাজশাহীর চারঘাট থানা পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ মানিক মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। মানিক উপজেলার গৌড়শহরপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোক্তারপুর বালুরঘাটে এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদে জানা যায়, মোক্তারপুর বালুরঘাট দিয়ে একদল মাদক ব্যবসায়ী মাদকপাচার করছে। এর ভিত্তিতে পুলিশ ওই বালুরঘাটে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে হামলা ও গুলি ছোড়ে।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ী মানিককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাদক ব্যবসায়ীর হামলায় এসআই শরিফুল, এসআই নবীন ও কনস্টেবল আনোয়ারুল ইসলাম আহত হন। তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ধারালো হাসুয়া ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, মানিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গডফাদার। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। যার মধ্যে মাদকেরই ১৪টি মামলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন