লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়ক রাখালিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন।
নিহত সুফিয়া রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক। তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা।
শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে সুফিয়া কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। এ সময় রাখালিয়া এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রলি তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় শ্রমিকরা ট্রলিচালককে আটক করে রাখেন।
একপর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবরোধ করে রাখেন। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত চালকের বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘাতক ট্রলি ও চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে। সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন