শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজ জয়ে মিশে থাকলো লজ্জা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

প্রথমেই ৩ ম্যাচ জিতে ৫ ম্যাচের সিরিজটি নিশ্চিত করে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে এই সিরিজের শেষটায় মিশে থাকলো লজ্জা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২২০ রান করতে পারলেও শ্রীলঙ্কার জয় ছিল নিশ্চিত। সে জায়গায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানরা করলো ২৯৯ রান। প্রেমাদাসায় বিশাল স্কোর। এত বড় স্কোরের নিচে চাপা পড়ে শুরুতেই হাসফাঁস শুরু করে দিয়েছিল সফরকারী প্রোটিয়ারা। যার ফলশ্রæতিতে মাত্র ২৪.৪ ওভারে মাত্র ১২১ রানেই অলআউট কুইন্টন ডি ককের দল এবং প্রোটিয়াদের হারতে হয়েছে ১৭৮ রানের বিশাল ব্যবধানে। যা তাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বৃহত্তম হারের লজ্জা।
ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৮২ রানের লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০০২ সালে এই ব্যবধানে তারা হারে পাকিস্তানের কাছে। এছাড়া ১৮০ রানে আরও একবার শ্রীলঙ্কার কাছে হেরেছিল প্রোটিয়ারা। সেটা ২০১৩ সালে। এবার তারা সেই লঙ্কার কাছেই হারলো ১৭৮ রানের বিশাল ব্যবধানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন