পরিবেশ রক্ষার্থে ও জনস্বার্থে পলিথিনের উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণ বন্ধ করতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের বা চটের ব্যাগ, কাপড়ের ব্যাগের সরবরাহ বাড়াতে হবে। তবে আসবাব তৈরি, গৃহস্থালি ও বাণিজ্যিকভাবে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ এখন বিশ্বের ১২তম প্লাস্টিক পণ্য রফতানিকারক দেশ। এ শিল্পের সঙ্গে লাখ লাখ কর্মসংস্থান জড়িত। প্লাস্টিকের মতো সম্ভাবনাময় ও উৎপাদনশীল শিল্পকে রিসাইক্লিং দ্বারা এর দূষণ রোধ করা যেতে পারে। পৃথিবীর সব দেশে প্লাস্টিকের ব্যবহার আছে। তবে সেসব দেশে প্লাস্টিকের রিসাইক্লিং প্রক্রিয়াও বেশ উন্নত। ফলে পৃথিবীর উন্নত দেশে প্লাস্টিকের দূষণ কম। যেসব কোম্পানি বা প্রতিষ্ঠান কোমল পানীয় বা পানির বোতল ও অন্য যেসব প্লাস্টিক পণ্য বিক্রি করে থাকে, সেসব পণ্য ব্যবহার শেষে আবার ফিরিয়ে নেওয়ার (সামান্য মূল্যের বিনিময়ে) ব্যবস্থা রাখতে হবে। তারপর ওইসব কোম্পানি বা প্রতিষ্ঠানের সংগ্রহে রাখা পুরনো প্লাস্টিক পণ্য রিসাইক্লিং প্রক্রিয়ায় আবার নতুন প্লাস্টিক পণ্য তৈরি করতে হবে। এর ফলে প্লাস্টিক দূষণের হাত থেকে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষয়ক্ষতি বন্ধ হবে।
সাধন সরকার
সাবেক ছাত্র, প্রথম ব্যাচ, ভূগোল ও পরিবেশ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন