বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, শিল্পায়ন ও নগরায়ণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার বাড়ছে। প্লাস্টিক অপচনশীল হওয়ায়, সহজে নিঃশেষিত হয় না এবং পরিবেশে টিকে থাকতে পারে শত শত বছর ধরে। তাই, নীরব ঘাতক পলিথিন দূষণ রোধে সরকারকে এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তিনি গতকাল সোমবার ফরিদপুর হাটকৃষ্ণপুর স্কুল মাঠে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পরিবেশ দূষণের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান। মাহফিলে আলেম ওলামাগণ বক্তব্য রাখেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন