শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

‘পলিথিন সভ্যতার অভিশাপ’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

সিটি মেয়র এম রেজাউল করিম বলেছেন, পলিথিন সভ্যতার অভিশাপ। কর্ণফুলীতে পলিথিনের জমাট ও ভারী আবরণে ড্রেজিংও করা যাচ্ছে না। পলিথিন নগরীতে পানিবদ্ধতার বড় কারণ হয়ে দাড়িয়েছে। তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে পলিথিনের ভোগান্তি ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার ক্ষেত্রে সচেতন থেকে নাগরিক দায়িত্ব পালনের আহবান জানান। তিনি গতকাল সোমবার চকবাজার চসিক কাঁচাবাজার মার্কেটের ২য় তলায় নতুন ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধনকালে একথা বলেন। প্যানেল মেয়র গিয়াস উদ্দিরনর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, রুমকী সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম প্রমুখ। মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নগরবাসীর কর দিয়ে চলতে হয়, কিন্তু এই আয় দিয়ে সেবার পরিধি বাড়ানো কিছুতেই সম্ভব নয়। তাই নিজস্ব ভূ-সম্পত্তিতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন ছাড়া কোন বিকল্প নেই। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোন কোন ক্ষেত্রে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টি হয় যা মেনে নেয়ার ক্ষমতা আমাদের থাকতে হবে। নইলে উন্নয়ন কাজ বাঁধাগ্রস্ত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন