ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে মহাসড়কের গজারিয়া অংশে ঢাকামুখী যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে গাড়িতে অবস্থান ও গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আলমগির হোসেন জানান, ঈদকে সামনে রেখে উপজেলার বাউশিয়া থেকে গোমতী সেতু পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকেই মহাসড়কের গাড়ির চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
মন্তব্য করুন