কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম আবিদ (২৫) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল ৮টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পর্যটক ফেনী জেলার ধুলসরদা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম বলেন, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে যান আবিদ। সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন আবিদ ও তার বন্ধুরা। এক পর্যায়ে পানিতে ডুবে যান আবিদ। ট্যুরিস্ট পুলিশ ও সী সেইফ লাইফগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আবিদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন