শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদে গ্রামীণফোন নিবেদিত এই সময়ের গল্পে ৭ নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

গ্রামীণ ফোন নিবেদিত এবারের ঈদে ‘এই সময়ের গল্প’ শিরোনামে বিভিন্ন চ্যানেলে ৭টি নাটক প্রচার হবে। নাটক সাতটি হলো- ঈদের দিন প্রচার হবে ইমরাউল রাফাত পরিচালিত ‘লাইফ ইজ বিউটিফুল’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ইমেল হক পরিচালিত ‘ঢাকায় কোরবানি’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আরফান আহমেদ, দিলরুবা দোয়েল ও আইরিন আফরোজ। ঈদের তৃতীয় দিন প্রচার হবে সাইমুন ইসলাম পরিচালিত ‘বিবাহ বিভ্রাট’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মৌরি সেলিম। ঈদের চতুর্থ দিন প্রচার হবে সাজ্জাদ সনি পরিচালিত ‘একদিন বৃষ্টিতে বিকেলে’। এতে অভিনয় করেছেন নাঈম এবং উম্মে আবিদা। ঈদের পঞ্চম দিন প্রচার হবে মাবরুর রশিদ বান্না পরিচালিত বাইকার। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিনা তিশা। ঈদের ষষ্ঠ দিন প্রচার হবে তুহিন হোসেন পরিচালিত ‘আমি তোমাকেই বলে দেব’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির। ঈদের সপ্তম দিন প্রচার হবে সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘কান কথা’। এতে অভিনয় করেছেন রওনক হাসান ও মুক্তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Anik Ahmed ২৬ আগস্ট, ২০১৮, ১২:১১ পিএম says : 0
গ্রামীণফোন নিবেদিত নাটক আমার খুব ভালো লাগে।।।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন