আগামীকাল সোমবার থেকে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২নং ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির ঘটনায় তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় রংপুর অঞ্চলে বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে। লোড সেডিংয়ের পাশাপাশি যতটুকু সময় বিদ্যুৎ থাকছে তাও লো-ভোল্টেজ। লো-ভোল্টেজের কারণে এসি, ফ্রিজ, ওভেন, টিভি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) মাহবুব উদ্দিন আহম্মেদ মুঠোফোনে জানান, কয়লা খনি থেকে এর মধ্যে মাঝে মাঝে কিছু কয়লা সরবরাহ করা হয়। সেই কয়লা পবিত্র ঈদুল আযহার সময় বিদ্যুৎ লো-ভোল্টেজ সমস্যা মোকাবিলায় সাময়িকভাবে উল্লেখিত একটি ইউনিট চালুর ¯ি^দ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রটি সর্বোচ্চ পাঁচ দিন চালু রাখা সম্ভব হতে পারে। এর পর আবারও বন্ধ হয়ে যাবে কেন্দ্রটি। কয়লা উত্তোলন শুরু না হওয়া পর্যন্ত তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হবে না। অপরদিকে কয়লা খনির একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে আগামী সেপ্টেম্বর মাসের আগে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হওয়া সম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন