আজ আরটিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম মকবুল এখন। এটি রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয়ে: মীর সাব্বির, শবনম ফারিয়া প্রমুখ। টেলিফিল্মটির গল্প গড়ে উঠেছে মকবুল নামের এক নিঃস্ব, অসহায় মানুষকে ঘিরে। যে মানুষটির পিতা-মাতা আত্মীয়-স্বজন দুনিয়াতে কেউ নেই। কিন্তু অদ্ভুতভাবে এই মকবুল এক বিদেশি বয়স্ক মহিলার সাহচর্য পেয়ে অঢেল টাকার মালিক হয়। সেই বিদেশি মহিলাকে মকবুল মায়ের মতো এতটাই ভালোবেসেছিল যে, মহিলা মারা যাবার আগে তার অঢেল সম্পত্তি মকবুলের নামে লিখে দিয়ে যায়। যার ফলে মকবুল ধনাঢ্য ব্যক্তি হয়ে ওঠে। কিন্তু তার কোনো শিক্ষা নেই। তাছাড়া তার কিম্ভূতকিমাকার এক দাঁতের কারণে তাকে মোটেও সুন্দর দেখায় না। অনেকে তার টাকা খরচ করে দাঁত ঠিক করে আনতে বলে। কিন্তু মকবুল মনে করে, আল্লাহর দেওয়া সৌন্দর্যই পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য। তবে তার জীবনে প্রেম আসে না। শিক্ষা নেই বলে শিক্ষা লাভের দিকে মন দেয়। বাচ্চার কাছে ইংরেজি শেখে। একজন বাংলা ভালো পারে, তার কাছে বাংলা শেখে। কারণ সে আঞ্চলিক ভাষায় কথা বলে। সবকিছু মিলে একটা মানুষের অনেক কিছু থাকার পরও না থাকার বেদনার গল্প নিয়েই গড়ে উঠেছে কাহিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন