শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রেদওয়ান রনির ভিন্ন ধরনের টেলিফিল্ম বিয়ের দাওয়াত রইল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

মারুফ রেহমানের গল্পে এবং রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় এনটিভিতে ৩১ আগস্ট রাত ১১ টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বিয়ের দাওয়াত রইল’। এই টেলিফিল্ম-এ অভিনয় করেছেন এক ঝাঁক জনপ্রিয় তারকা। একটি বিয়েকে কেন্দ্র করে জমে ওঠে টেলিফিল্মের কাহিনী। বিয়ের দাওয়াত মানেই পাড়া পড়শীর ঘুম হারাম করা তুমুল উৎসব। এই তুমুল উৎসবে তুমুল উত্তেজনা তৈরী হয় যখন এক পাত্রীকে বিয়ের জন্য তিন-তিন জন বর যায় শেরওয়ানী কিনতে। কোন পাত্রকে কবুল বলবে পাত্রী আর কারা শুধু সানাই শুনেই হৃদয়ে পাথর বেঁধে হা করে তাকিয়ে দেখবে কনে যাত্রা? শেষ পর্যন্ত কার সাথে হবে বিয়ে? বাংলালিংক গ্রাহকরা একই সময়ে টেলিফিল্মটি দেখতে পাবেন বাংলালিংকের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্সে। বাংলালিংক নিবেদিত এই টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, চৈতী, নাফা, সোহেল খানসহ প্রমুখ। টেলিফিল্মে রয়েছে দুইটি গান। হৃদয় খান ও স্টুডিও ফিফটি এইট এর গাওয়া একটি রোমান্টিক গান এবং একটি আইটেম সং রয়েছে। আইটেম সং-এ অভিনয় করবেন অভিনেত্রী ¯পর্শিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন