শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টেলিফিল্ম গলির মাস্টার মিঞা ভাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

শাহ্জাহান সৌরভ-এর চিত্রনাট্য ও গোলাম সোহরাব দোদুল-এর পরিচালনায় টেলিফিল্ম ‘গলি­র মাস্টার মিঞা ভাই’ বাংলাভিশনে প্রচার হবে আজ ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তানজিন তিশা, নীলয় প্রমুখ। মিঞা ভাইকে চেনে না; নাজিরা বাজারে এমন লোক পাওয়া যায় না। কারণ, মিঞা ভাইয়ের পরোপকারী স্বভাব, বাহারী চরিত্র আর মজার সব ঘটনা। চল্লিশোর্ধ্ব এই মিঞা ভাই চিরকুমার। মিঞা ভাইয়ের জীবনের নাহার এসেছে। খুব কোমলমতী, মিষ্টি এই মেয়েটাকে প্রথম দেখাতেই ভাল লেগেছে মিঞা ভাইয়ের। দিনে দিনে যখন নাহারকে আবিষ্কার করা হয় তখন আর মুগ্ধ হন মিঞা ভাই। বিয়ে তিনি করবেন, নাহারকেই করবেন। কিন্তু ইংলিশ রোড পার করার পরই যে নাহার হিজাব খুলে টপস আর জিন্স পরে, বন্ধুর বাইকে নতুন ঢাকায় ঘুরে বেড়ায় দিন-মান; এটা তখনই জানতেন না মিঞা ভাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন