অঞ্জন আইচের কাহীনি চিত্রনাট্য ও পরিচালনায় আজ রাত ১১:৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম পুস্পের ডাইরী। টেলিফিল্মটিতে ডি এ তায়েবসহ আরো অভিনয় করেছেন রিমি করিম, শামীমা নাজনীন, ফারুখ আহমেদ, মার্জুক রাসেল, আব্দুলাহ্ রানা, সুজাত শিমুল, রাজাসহ আরো অনেকেই। নাট্য নির্মাতা অঞ্জন আইচ বলেন,আমি যখন গল্পটি লিখি ডি এ তায়েবকে মনে মনে ভাবছিলাম, এই চরিত্রটি ওনার চেয়ে আর ভালো কেউ করতে পারবে না। তারপর একদিন স্কিপ্ট নিয়ে তায়েব ভাই এর সাথে দেখা করি, পন্ডুলিপি পরে তিনি রাজি হয়ে গেলেন। আশা করছি, সেরা আলোচিত টেলিফিল্মি হবে পুস্পের ডাইরী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন