দুপচাঁচিয়া উপজেলায় গত বুধবার দুপুরে পবিত্র ঈদের দিন চামরুল তালুকদারপাড়া জামে মসজিদের ভিতরে রক্ষিত প্লাস্টিকের র্যাকে পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ৭ থেকে ৮টি পবিত্র কোরআন শরীফ পুড়ে গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। রাতেই খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ঘটনাস্থল পরিবদর্শন করেছেন। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে “দৈনিক ইনকিলাব” কে জানান, রাতেই মসজিদের ইমাম বাদী হয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার উদ্দেশে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। ঘটনাটির তদন্ত চলছে। দ্রæত জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর তৎপরতা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন