সিরিয়ার দক্ষিণাঞ্চলে আইএস অন্তত ২৭ জনকে জিম্মি করে রেখেছেন বলে জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, সুইদা মরুভূমিতে তাদের জিম্মি করে রাখা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার জানায়, অপহৃতদের মধ্যে বেশিরভাগই দ্রুজ স¤প্রদায়ের। ৭ থেকে ১৫ বছর বয়সী অন্তত ১৬ জন শিশুও জিম্মিদের মধ্যে রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, আইএস বেসামরিকদের জিম্মি করে আসাদ সরকার ও রাশিয়াদের সঙ্গে সমঝোতায় আসতে চাইছে। সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক লামা ফাইখ বলেন, এক মাস ধরেই তাদের জিম্মি রাখা হয়েছে। তাদের পরিবাররা মুক্তির দাবি জানিয়ে যাচ্ছেন। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন