বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন-এর উদ্যোগে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় গতকাল সোমবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘স্থানীয় সমস্যা ও সমাধান’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন-এর সভাপতিত্বে আলোচনা সভায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক ব্যবস্থাপক নার্গিস আক্তার। গোলটেবিল আলোচনা সভায় রাস্তাঘাট ও স্বাস্থ্য সেবার বেহাল দশা তুলে ধরে এসব সমস্যা সমাধানে সম্মিলিতভাবে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি খালিয়াজুরী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির উপদেষ্ঠা, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি এ টি এম মোস্তফা চুন্নু, জেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুল আজিজ টিটু, সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সালাহ্উদ্দিন খান মিল্কী, বিএনপি নেতা চাকুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান দেওয়ান রহমত আলী, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, এম মুখলেছুর রহমান খান, ভজন দাস, সুজাদুল ইসলাম ফারাস, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম খান মাসুদ, মোস্তফা মাসুদ, রাসেল মাহমুদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদ নওয়াব, জয়নাল আবেদীন, মহিলা নেত্রী রেহানা তালুকদার, পারভীন আক্তার, হাফিজা ইসলাম প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন