শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সউদী আরবে প্রথম বলিউডের ফিল্ম ‘গোল্ড’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৮, ৬:০৯ পিএম

অক্ষয় কুমার ‘গোল্ড’ নিয়ে নতুন সংবাদ দিলেন তার টুইটার একাউন্টে। সউদী আরবে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে শুক্রবার থেকেই ‘গোল্ড’-এর প্রদর্শন শুরু হয়েছে।

ভারতের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অলিম্পিকে প্রথম সোনা জয়ের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ছবি ‘গোল্ড’ স্থানীয় বাজারে একশো কোটি রূপির ঘরে প্রবেশ করার পর এবার যাচ্ছে সৌদি আরবে।

অক্ষয় কুমার 'হাউসফুল ২', 'হাউসফুল ৩', 'এয়ারলিফট', 'রুস্তম', 'জলি এলএলবি ২', 'হলিডে', 'টয়লেট: এক প্রেম কথা' ও রাউডি রাঠোর’এর পর ‘গোল্ড’ দিয়ে আবারও ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেন।

গোল্ড পরিচালনা করেছেন 'তালাশ' পরচালক রিমা কাগতি এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন ফারহান আক্তার ও রিতেশ সিদ্ধানি। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মৌনী রয়, কুনাল কাপুর, অমিত সাধ, ভিনিত কুমার সিং এবং সানি কৌশল।

অক্ষয়কে ৪০০ কোটি রূপীতে নির্মিত রজনীকান্তের ২.০ ছবিতে দেখা যাবে আসছে নভেম্বর মাসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন