সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেটার, আইস হকি খেলোয়াড়ও সার্ফার কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় সর্ফিং

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুক্তরাস্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে টম ব্রæস কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক হয়ে এসেছিলেন ২০০১ সালে। সেই থেকেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রেমে পড়ে গেলেন তিনি। হাওয়াই থেকে দল-বল নিয়ে প্রতি বছর ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুরস্ক, মরক্কোসহ বেশ ক’টি দেশে এখন তিনি পরিচিত সার্ফিংয়ের ফেরিওয়ালা। সমুদ্রের উত্তাল তরঙ্গে সার্ফ বার্ড এর রোমহর্ষক কসরত শেখাচ্ছেন তিনি বছরের পর বছর ধরে। বাংলাদেশে সার্ফিংয়ের প্রবর্তনটাও তার হাত ধরেই। এবারো এসেছেন তিনি ১৩ জনকে সঙ্গী করে। জানেন, এক সময়ে অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনূধর্ব-১৯ দলের হয়ে খেলতেন ক্রিকেটার ডেভিড, সেই অজি এখন সার্ফিংয়ে চষে বেড়াচ্ছেন এদেশ ওদেশ। মিচেল মার্শ, শন মার্শদের কাছ থেকে দেখেও ক্রিকেটের মায়া ছেড়েছেন ২০০৯ সালে। কানাডা অস্ট্রেলিয়ার পেশাদার আইস হকির ২ খেলোয়াড়ও তার সঙ্গে এসেছেন সার্ফিং কোচ হয়ে কক্সবাজারে।
অস্ট্রেলিয়া,কানাডা,যুক্তরাস্ট্র থেকে পেশাদার সার্ফারদের নিয়ে এসেছেন তিনি। উপলক্ষ্য বাংলাদেশের দ্বিতীয় সার্ফিং প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলার দর্শন নিয়ে এসেছেন বাংলাদেশে সার্ফিং প্রবর্তক টম ব্রæস। তার আগমণে পর্যটন নগরী কক্সবাজারে বঙ্গোপসাগরের উপকূলে গতকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় জাতীয় সার্ফিং পেয়েছে অন্য মাত্রা। বাংলাদেশের রমজান,আজিজকে সার্ফার হিসেবে চেনাচ্ছেন বিশ্বে এই টম। কক্সবাজারের যে পয়েন্টে ইংরেজি নববর্ষ হয় পালিত, আতশবাজির বিচছুরণে অন্য আলোয় মেতে ওঠে পর্যটকরা, ঠিক সেই লাবনি পয়েন্টে ব্র্যাক চিকেন ২য় জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আরা হক এমপি, হাজী মোহাম্মদ ইলিয়াস এমপি, প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি এন্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক জনাব তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও সার্ফিং অ্যাসোসিয়েশনের জনাব কাজী ফিরোজ রশীদ এমপি। ১৫০ জনের মধ্য থেকে ৮০ জন ছেলে- মেয়েকে বাছাই করে শুরু হয়েছে দ্বিতীয় জাতীয় সার্ফিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন